ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জগন্নাথপুরে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জগন্নাথপুরে ১৪৪ ধারা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মী সভাকে কেন্দ্র করে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের বরাত দিয়ে এ বিষয়ে উপজেলা সদরে মাইকিং করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।

পুলিশ জানায়, দুপুরে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ গ্রুপ ও একই এলাকার পৌর আওয়ামী লীগের আবাব মিয়া গ্রুপ একই দিনে একই সময়ে উপজেলা সদরের খালিদ কমপ্লেক্স এলাকায় কর্মী সভার ডাক দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন জগন্নাথপুর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।