ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলাকারীরা জামায়াত-বিএনপির খণ্ডিত অংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
হামলাকারীরা জামায়াত-বিএনপির খণ্ডিত অংশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: রাজধানীর মোহাম্মদপুরে শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক-লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশ জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যারা এই ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের ওপর হামলা করছে তারা দেশকে ও সরকারকে অস্থিতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়।

এরা জামায়াত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশ। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

হানিফ আরো বলেন, আজকে ব্লগারদের ওপর যে হামলা হয়েছে এটা তাদের নাশকতামূলক কর্মকাণ্ডেরই অংশ। কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি বিভিন্ন নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। যারা এ ধরনের কর্মকাণ্ড করছে, তারা পার পাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রমুখ।
 
এর আগে, সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শহরের এনএস রোডের বঙ্গবন্ধু মার্কেটের চতুর্থ তলায় নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের টাকায় এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

কার্যালয়ে আওয়ামী লীগ ছাড়াও প্রতিটি মূল সহযোগী সংগঠনের জন্য কক্ষ বরাদ্দ রয়েছে। এখানে সভাকক্ষ ও বড় একটি হলরুম রয়েছে। হলরুমে এক হাজার লোক একসঙ্গে বসতে পারবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।