কুমিল্লা: পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
জালাল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীপাবলী রাতে মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব পালনের সময় কান্দিরপাড় এলাকার লিবার্টি সিনেমা হল মোড়ের একটি দোকানে জেলা রিজার্ভ পুলিশের পিএসআই সুকান্ত সাহা ও তার সহকর্মীরা চায়ের অর্ডার করেন। দোকানি ছাত্রলীগ নেতা জালাল ও তার সঙ্গীদের পরিবর্তে পুলিশকে আগে চা দেওয়ায় বিবাদ শুরু হয়। তর্কের এক পর্যায়ে জালাল সুকান্তের মাথায় আঘাত করে জখম করে। গুরুতর আহত অবস্থায় অন্য পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ প্রসঙ্গে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন বাংলানিউজকে জানান, সুকান্ত সাহা নিজেই বাদী হয়ে জালাল ও তার সঙ্গী জাহাঙ্গীর, ইলিয়াছ, নজিব, রাজিবসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এছাড়াও জালালের নামে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এটি