ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় জামায়াতের আমিরসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
কুষ্টিয়ায় জামায়াতের আমিরসহ আটক ৫

কুষ্টিয়া: নাশকতার আশঙ্কায় কুষ্টিয়া জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ জামায়াত-শিবিরের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত মধ্য রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক জানিয়েছেন, কুষ্টিয়া মডেল থানা পুলিশ গভীর রাতে ফরহাদ হুসাইন ও মোশাররফ হোসাইনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

একই সময়ে খোকসা থানা পুলিশ খোকসা পৌর জামায়াতের সভাপতি ও কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করে। এছাড়াও গোয়েন্দা পুলিশ জগতি এলাকা থেকে সুজন নামে এক ছাত্রশিবির কর্মী ও দৌলতপুর থানা পুলিশ আক্কাস আলী নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে।

দেশব্যাপী নাশকতা চলতে পারে এমন আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।