ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সংগঠনের কাজে ব্যবহৃত কাগজপত্র ও নামের তালিকা উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) রাত থেকে সোমবার (২ নভেম্বর) সকাল পর্যন্ত শহরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঝিনাইদহ পলিটেকনিক প্রচার সম্পাদক ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাহাপনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মতিন(২০), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর বিষুপুর গ্রামের রেজানুল হকের ছেলে মো. শাহিনুর ইসলাম(১৮), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাজীহাট গ্রামের নবীর উদ্দিনের ছেলে আল-আমিন(১৭), ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের মান্নান মোল্ল্যার ছেলে মোজাফ্ফর হোসেন(১৭), যশোর বাঘারপাড়া উপজেলার দহকোলা গ্রামের আকবর আলীর ছেলে আলম হোসেন(১৮), মাগুরা শালিখা উপজেলার চুকিনগর আড়পাড়া গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে মিজানুর রহমান(১৭), চুয়াডাঙ্গা সদরের বালিয়াকান্দি গ্রামের আক্কাচ আলীর ছেলে রুমন আলী(১৭), ঝিনাইদহ শৈলকুপার ধাওড়া, গ্রামের রশিদ জোয়ার্দ্দারের ছেলে আমিরুল ইসলাম অন্তর(১৮), ঝিনাইদহ হরিণাকুন্ডুর জোড়াদাহ গ্রামের বিশারত আলীর ছেলে আজাদ রহমান(২০), ঝিনাইদহ শৈলকুপার কবীরপুরের কুতুব উদ্দীনের ছেলে খালিদ হাসান শাওন(১৮), ঝিনাইদহ কালীগঞ্জের কশিপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে মোখলেচুর রহমান(১৭), ঝিনাইদহ শৈলকুপা ধাওড়া গ্রামের আকামত শেখের ছেলে সাজ্জাদ হোসেন(১৮), জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোকররম হোসেন(১৮) ও সিরাজগঞ্জ জেলার শলঙ্গা উপজেলার চরগোজা গ্রামের আবু হানিফের ছেলে মাহমুদুল হাসান(১৭)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ শহরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৪০/১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
পিসি/