সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানউল্লাহ আমান হত্যা মামলায় সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সহ-সম্পাদক আনোয়ার হোসেন চান্দুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (২ নভেম্বর) তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কর্মী সমাবেশে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জেলা বিএনপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৭৭ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ