ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মামুনের স্ত্রীর খালাসের রায়ও বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মামুনের স্ত্রীর খালাসের রায়ও বাতিল ছবি: প্রতীকী

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ দিয়েছেন আদালত।



এ বিষয়ে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে সোমবার (০২ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। শাহিনা ইয়াসমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক।
 
এর আগে রোববার (০১ নভেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনেরও খালাসের রায় বাতিল করে আপিল বিভাগ।

২০০৭ সালের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার  স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার অবৈধসম্পদ অর্জনের অভিযোগ করে দুদক।

২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত শাহিনা ইয়াসমিনকে ৩ বছরের কারাদণ্ড দেন।

পরে ২০১২ সালের ৩০ জুলাই হাইকোর্ট শাহিনা ইয়াসমিনকে খালাস দেন।

এ বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে সোমবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে ফের শুনানির নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।