ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে শিবিরের ১০ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
হবিগঞ্জে শিবিরের  ১০ নেতাকর্মী আটক

হবিগঞ্জ:  হবিগঞ্জে নাশকতার আশঙ্কায় শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট, কম্পিউটার ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।



আটক নেতাকর্মীরা হলেন-হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রশিবির সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, বৃন্দাবন কলেজ ক্যাম্পাস সভাপতি আমির হামজা, ছাত্রশিবির নেতা মো. ইয়াহিয়া, মাছুম বিল্লাহ, নাজমুল হাসান, রাসেদুল ইসলাম, সোহাগ খান, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু ও আব্দুল জলিল।

রোববার দিনগত রাত ২টায় হবিগঞ্জ শহরের  রাজনগর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ পুলিশ বিভাগ সোমবার দুপুর ২টায় এক প্রেসনোটে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রাজনগর এলাকার জনৈক গোলাম সারোয়ারের বাড়ির ৫ম তলার একটি বাসায় অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের লিফলেট, ব্যানারসহ ওই ১০ জনকে আটক করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির শিবির নেতাকর্মীদের আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।