ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
‘যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করেছে’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে।

সোমবার বিকেলে পৌনে চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।



সৈয়দ আশরাফ বলেন, যারা বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করেছে তারা চেয়েছিল বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে। সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তারা বারবার সেই প্রচেষ্টা চালিয়েছে, আজও চালিয়ে যাচ্ছে ।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকলে আমরা অলস হয়ে পড়ি। আমাদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সচেষ্ট থাকতে হবে। এজন্য চোখ, নাক, কান খোলা রাখতে হবে। শেখ হাসিনার ‍সামনে এখনও অনেক কাজ। তাই তার হাত শক্তিশালী রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকে/এমআইকে/আরআই

** জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
** সোহরাওয়ার্দী উদ্যানে আ’লীগের জনসভা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।