ঢাকা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ০৩ নভেম্বর জেল হত্যাকারীদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু তাই নয় তিনি মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেন।
সোমবার (০২ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে '০৩ নভেম্বর জেল হত্যা দিবস' উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৩ নভেম্বর অন্ধকার কারাগারে চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। বঙ্গবন্ধুর যারা সঙ্গী ছিলেন, যাদের জন্য পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তাদেরই নির্মমভাবে হত্যা করা হয়।
তখন খুনিদের বিচার করা হয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, বরং বিভিন্নভাবে তাদের রেহাই দেওয়া হয়েছিল। শুধু জেল হত্যা নয় তার অাগে ১৫ আগস্টের খুনিদেরও রেহাই দেওয়া হয়। যারা হত্যাকারী তাদের জিয়াউর রহমান বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিলেন। তিনি তাদের পুরস্কৃত করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকে/আইএ
** আমরা যা বলি, আমরা তা করি
** উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মানুষ ক্ষমা করবে না
** দেশে শান্তি এলে একজনের মনে অশান্তি শুরু হয়
** ‘যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করেছে’