ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ সকল মুক্তমনা লেখক-ব্লগারদের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।
এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
দলটির মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কেন্দ্রীয় নেতা আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, সাব্বাহ আলী খান কলিন্স, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের বর্তমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট এবং জামাতসৃষ্ট জঙ্গিবাদী গোষ্ঠী একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গতকাল রাত ৯টা ৯ মিনিটে অজ্ঞাত মোবাইল ফোনের মাধ্যমে ওয়ার্কার্স পার্টির নেতা ও সাবেক ছাত্রনেতা কমরেড বাপ্পাদিত্য বসুকে পরবর্তী টার্গেট হিসেবে হত্যার হুমকি দেয়া হয়েছে। নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানান এবং হুমকিদাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসইউজে/আরআই