ঢাকা: অর্থ সংকট কাটিয়ে উঠছে জামায়াত। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বিপর্যস্ত দলটি নতুন করে আয়ের দু’টি উৎস তৈরি করেছে।
জামায়াতের নেতা-কর্মী-সমর্থকরা যার যার স্ত্রীর স্বর্ণাংলঙ্কার অর্ধেক বিক্রি করে দলের তহবিলে জামা দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দলীয় সূত্র বলছে, বিগত সময়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হওয়া ঠেকাতে গিয়ে, ৫ মে হেফাজতের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে গিয়ে এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে মারাত্মক চাপে পড়ে জামায়াত। দলের ভেতরে দেখা দেয় তীব্র অর্থ সংকট। কিন্তু সম্প্রতি বিকল্প উপায়ে আর্থিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা।
যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আমির মতিউর রহমান নিজামীসহ শতাধিক সিনিয়র নেতা জেলে রয়েছেন। তারা কারাগারে কি খাচ্ছেন না খাচ্ছেন চিন্তা করে নেতাকর্মীরা নিজেদের বাজার খরচ কমিয়ে দিয়েছেন। এতে যে টাকা সাশ্রয় হচ্ছে তা দলের তহবিলে জমা দিচ্ছেন তারা।
এছাড়া দেশে-বিদেশে দলীয় কর্মী-সমর্থকদের কাছ থেকে বড় ধরনের ফান্ড সংগ্রহ করছে দলটি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সবচেয়ে বেশি টাকা আসছে মধ্যপ্রাচ্য ও লন্ডন থেকে। এছাড়াও তাদের ৬৭টি দেশ থেকে কমবেশি অর্থ আসছে প্রতি মাসে।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক.,বীমা, এনজিওসহ বিভিন্ন মাধ্যমে বিদেশে সংগ্রহ করা টাকা দেশে আসছে। যোগ হচ্ছে জামায়াতের তহবিলে।
আর্থিক সংকট কাটিয়ে উঠার পাশাপাশি সাংগঠনিক সংকট থেকেও উত্তোরণের পথ খুঁজছে জামায়াত।
তারা মনে করছে, আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারলে সংগঠনও চাঙ্গা করা সহজ হবে।
বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
জেডএম