ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভার পৌর কাউন্সিলর মিনাজকে কারাগ‍ারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সাভার পৌর কাউন্সিলর মিনাজকে কারাগ‍ারে প্রেরণ মিনাজ উদ্দিন মোল্ল্যা

সাভার (ঢাকা): সাভার পৌরসভার ১ নং কাউন্সিলর ও যুবলীগ নেতা মিনাজ উদ্দিন মোল্ল্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিভিন্ন মামলায় সোমবার (০২ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা দায়রা জজ এসএম কুদ্দস জামান জামানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে পরিবারের পক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি জানানো হয়।

মিনাজ মোল্ল্যার ছেলে অন্তর বাংলানিউজকে বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনে তার বাবার নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাসহ কয়েটি মিথ্যা মামলা করে সাভার মডেল থানা পুলিশ। তখন তিনি সাভার যুবদলের সক্রিয় নেতা ছিলেন। বিভিন্ন মামলা হামলা থেকে বাঁচতে গত এক বছর আগে তিনি যুবদল ছেড়ে সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী যুবলীগে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।