ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চার নেত‍া হত্যায় জড়িত ছিলেন মোস্তাক ও জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
চার নেত‍া হত্যায় জড়িত ছিলেন মোস্তাক ও জিয়া ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ কারাগারে যখন বন্দি থাকে তখন নিরাপদ থাকে।

অথচ বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে নিশংসভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই। এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান জড়িত ছিলেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেই উপস্থিত সবাই কারাগারে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, হুসাইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া একাধিকবার ক্ষমতায় আসলেও কেউই জেলহত্যার সঙ্গে জড়িতদের বিচার করেনি।

জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করেছে তারা। জাতীয় চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছে তারা সবাই বঙ্গবন্ধুর প্রকৃতপক্ষের সঙ্গী ছিলেন।

যারা খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবতার কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি।

খালেদার মুখে গণতন্ত্রের কথা মানায় না মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেশের গণতন্ত্রের কথা বলেন। কিন্তু তিনি ও তার স্বামী জেল হত্যার বিচার করেন নি।

তিনি বলেন, শেখ হাসিনা তার পিতৃহত্যার বিচার করেছেন আর জন্য আমরা কৃতজ্ঞ। ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করেছেন।

যারা বিদেশে পালিয়েছেন তাদেরও ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আমরা রাজনৈতিক কর্মী হলেও কারাগারে এসেছি নিহতদের সন্তান হিসেবে।

মিলাদে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫/আপডেট ১২১৭ ঘণ্টা
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।