ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
রাজশাহীতে আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জেলহত্যা দিবসে (মঙ্গলবার (০৩ নভেম্বর)  আওয়ামী লীগ দু’গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষের আশঙ্কায় উভয় পক্ষকে সভা সমাবেশ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় প্রাশাসন।


 
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলশী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন বিল্পব জানান, জেলহত্যা দিবস পালনের লক্ষ্যে উপজেলার বাজুখলশীতে (হাট কানপাড়া) বিকেলে সভা আহ্বান করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে প্রধান অতিথি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারকে বিশেষ অতিথি করা হয়।

এদিকে একই জায়গায় একই সময় সভা আহ্বান করেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।

একই বিষয়ে একই জায়গায় সভা আহ্বান করায় সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় থানা পুলিশ উভয় পক্ষকে সভা সমাবেশ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন। কিন্তু অনঢ় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপ। পরে রাতে তাদের মঞ্চ ভেঙে দেয় পুলিশ।
 
এদিকে, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ সরদার বলেন, আগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব সভা ডেকেছে। তিনি ও জেলার সাধারণ সম্পাদক সে সভায় যাওয়ার কথা রয়েছে। কিন্তু এখন শুনছেন বর্তমান সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা গ্রুপ একই জায়গায় সভা ডেকেছে। এটি নিয়ে সাংসদ গ্রুপ চক্রান্ত করছে যাতে জাতীয় চার নেতার মৃত্যু বার্ষিকী পালন না হয়। কিন্তু সভা হবে বলে জানান তিনি।
 
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়নগর ইউনিয়নের হাট কানপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় জেলহত্যা দিবস পালন করা। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতার উস্কানিতে স্থানীয় কয়েকজন নেতা একই জায়গায় সভা ডেকেছেন। কিন্তু তারাও যে কোনো মূল্যে সভা করবেন বলে জানান।
 
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, একই স্থানে সভা ডাকায় উভয় পক্ষকে সকল প্রকার সভা সমাবেশ করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

তবে দুপুর পর্যন্ত পরিস্থিতি দেখে ১৪৪ জারির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিন্ধান্ত নেবেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।