ঢাকা: ঐতিহাসিক জেলহত্যা দিবস ও সম্প্রতি বিদেশি নাগরিক, ব্লগার লেখক ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে ন্যাপ ভাসানী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে সম্প্রতি ব্লগার, লেখক ও প্রকাশক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, গণ সংগ্রাম পার্টির আহ্বায়ক মোহাম্মদ মাসুম, জাসত নেতা হুসায়ুন কবীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএ/এফবি/আরএ