ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতাল সমর্থনে মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বগুড়ায় হরতাল সমর্থনে মিছিল-সমাবেশ ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: লেখক-প্রকাশকদের কুপিয়ে হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে বগুড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। তবে এ কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।


 
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই দুই সংগঠনের নেতাকর্মীরা শহরের সাতমাথা এলাকায় বেশ কয়েক দফা মিছিল বের করে।
 
মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ’র জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল কুণ্ডু, ছাত্রফ্রন্টের জেলা কমিটির সভাপতি কিবরিয়া হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল বর্মণ, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক শাওন পাল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুব ইউনিয়নের জেলা সভাপতি সাজেদুর রহমান ঝীলাম, ছাত্রফ্রন্টের সরকারি আযিযুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মণ, সাধারণ সম্পাদক মুসুকুর রহমান প্রমুখ।

হরতালে বগুড়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া আন্তঃজেলা কোচ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করেছে।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতমাথাসহ শহরের গুরুত্বপূর্ণ সব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।