ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু হলে জনগণ সরকারকে দায়ী করবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, কারাগারে থাকাকালে মির্জা ফখরুল ইসলামের কিছু হলে জনগণ সরকারকে দায়ী করবে। মির্জা ফখরুল জটিল রোগে আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি বলেন, মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে অসুস্থ। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ইতোমধ্যে কয়েক দফা চিকিৎসা নিয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে তার স্বাস্থ্যের আরো অবনতি হলে সরকারেক দেশবাসী দায়ী করবেন।
রিপন বলেন, মির্জা ফখরুল আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে আমরা বিচলিত হয়েছি।
রাজনীতিতে মির্জা ফখরুল স্বচ্ছ ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রত্যাশা করেছিলাম, স্বাস্থ্যের কথা বিবেচনা করে তিনি (ফখরুল) জামিন লাভ করবেন। আশা করি, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সুস্থভাবে বাচার সুযোগ দেবেন।
মির্জা ফখরুল স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আদালত মানবিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ মুখপাত্র।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এফবি/আরইউ/এএসআর