ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে দুই শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ঝিনাইদহে দুই শিবির কর্মী আটক

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে শহরে পৃথক অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মধ্যরাতে শহরে ব্যাপারীপাড়া ও পৌরবাস টার্মিনাল এলাকার দু’টি মেস থেকে তাদের আটক করা হয়।



আটক শিবির কর্মীরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের আব্দুস সাত্তার আলীর ছেলে রাকিবুল ইসলাম (২০) ও চুয়াডাঙ্গা দর্শনা দামুড়হুদার জান মোহাম্মদের ছেলে খালিদ হোসেন (১৯)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা করার জন্য দুই শিবিরের কর্মী তাদের সহযোগীদের নিয়ে ব্যাপারীপাড়া ও পৌরবাস টার্মিনাল এলাকার মেসে গোপন বৈঠক করছিল- এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমকি জিজ্ঞসাবাদ শেষে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।