ঢাকা: আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিন বিকেল নাগাদ ঢাকায় হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবেন তিনি।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৯ নভেম্বর)সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরের দিন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবেন তিনি।
তবে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ঢাকায় অবস্থানরত বিএনপির কোনো শীর্ষ নেতা মুখ খুলছেন না।
দুই দিন আগে খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল তার ফেসবুকে লিখেছিলেন, ১০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।
বহুদিন ধরে ফোন ব্যবহার না করায় মারুফ কামাল খান সোহেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে জানতে চাইলে তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার দুপুরে বাংলানিউজকে বলেন, দায়িত্বশীল কোনো নেতা বা কর্মকর্তা প্রেস উইংকে এ ব্যাপারে কিছু বলেননি। তবে প্রেস উইংয়ের প্রধান মারুফ কামাল খান সোহেলের ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পেরেছি, ম্যাডাম ১০ নভেম্বরের মধ্যেই ফিরবেন। ম্যাডামের ফেরার তারিখ নির্ধারণ হলে আমরা মিডিয়াকে জানিয়ে দেব।
চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করিয়েছেন।
ব্যক্তিগত সফর হলেও প্রায় দুই মাস লন্ডনে অবস্থানকালে প্রবাসী বাঙালিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। রোববার (১ নভেম্বর) সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন তিনি।
এ ছাড়া দীর্ঘদিন পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, নাতনি জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গে একান্তে সময় কাটান খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এজেড/জেডএম