ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যে বাধা সৃষ্টি করছেন ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
জাতীয় ঐক্যে বাধা সৃষ্টি করছেন ইনু ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে তা বানচাল করতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু- এ অভিযোগ বিএনপির।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।



রিপন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনুর জামানত বাজেয়াপ্ত হবে। তাই প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে ও নিজের মন্ত্রীত্ব রক্ষা করতে তিনি (ইনু) খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন।  

পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান রিপন।
 
তিনি বলেন, ’৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার অধিকাংশ দায় ইনুদের। তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি ইনুরা, যা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানেন। তখন হত্যা, লুণ্ঠন ও গুদামে আগুন দেওয়াসহ মৌলবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো তারা।

রিপন বলেন, দোষারোপ ও গ্রেফতারের রাজনীতি দিয়ে দেশের চলমান সংকট উত্তরণ করা যাবে না। সংকট সমাধানে সরকারকে সুশীল সমাজ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা বসে সমাধান করতে হবে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।