ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সরকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সরকার কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: নির্যাতন-হামলা-মামলার মধ্য দিয়ে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সরকার, এমনই মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল  (অব.) অলি আহমদ (বীব বিক্রম)।

তিনি বলেন, দেশে বর্তমানে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও অত্যাচারের ঘটনা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে।

সরকার কর্তৃক ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর জুলুমের পরিমাণ অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

বুধবার (০৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহৎ দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে গ্রেফতার করে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার। যা রাজনীতির জন্য শুভকর নয়। অন্যায়ভাবে কোনো দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে জেলে বন্দি রেখে দেশে কখনও আইনের শাসন চলতে পারে না।

বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতনের মাধ্যমে বর্তমানে দেশে যা চলছে তা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ সংকেত বলেও মন্তব্য করেন কর্নেল অলি আহমদ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।