ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সিরিয়াল কিলার’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, খালেদা জিয়া সিরিয়াল কিলার।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন। ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে শহীদ মনসুর আলী স্মৃতি সংসদ। সভায় সভাপতিত্ব করেন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, খালেদা জিয়া ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর বিভিন্ন হামলায় জড়িত। তিনি গত বছরের শেষের দিকে এবং এ বছরের শুরুর দিকে পেট্রোল বোমা মেরে বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তিনি সিরিয়াল কিলার। এখন লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
বাবার স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং বড় প্রাপ্তি আমার বাবা শহীদ এম মনসুর আলী। আমার কিছুটা কষ্টও আছে। আমি তার জানাজায় অংশ নিতে পারিনি। আবার গর্বও অনেক আছে। আমার বাবা বেঈমান খোন্দকার মোশতাক নন, আমার বাবা বঙ্গবন্ধুর যোগ্য সহকর্মী শহীদ এম মনসুর আলী।
মোহাম্মদ নাসিম বলেন, খোন্দকার মোশতাক-জিয়াউর রহমান চক্র জানতো তিনি (এম মনসুর আলী) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের যদি একজনও বেঁচে থাকে, তাহলে প্রতিরোধ গড়ে তুলবে। এজন্য তারা কারাভ্যন্তরে এম মনসুর আলীসহ জাতীয় চার নেতাকে হত্যা করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচআর/এইচএ/