ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সবাইকে জানিয়েই রাজনীতিতে আসবো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সবাইকে জানিয়েই রাজনীতিতে আসবো আহমেদ কামাল

ঢাকা: রাজনীতির মাঠে যদি সক্রিয় হন তাহলে সবাইকে জানিয়েই আসবেন বলে জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মৃত পিতা-মাতা ও পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে’ তিনি একথা জানান।



আহমেদ কামাল বলেন, দেশে বর্তমানে একনায়কতন্ত্র চলছে। সরকার যে গণতন্ত্রের কথা বলছে এটা গণতন্ত্র নয়।

দেশের মঙ্গলের জন্য সঠিক ও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, এটা একান্তই আমার মিলাদ মাহফিল। এটাকে অন্যভাবে না দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তবে যদি কোনোদিন রাজনীতিতে আসি, আপনাদের সবাইকে জানিয়ে আসবো।

তিনি বলেন, মিলাদ মাহফিল আয়োজন করার পেছনে ছোট একটা তাগিদ বোধ করছিলাম। আপনারা জানেন, কিছুদিন আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। কিন্তু সমগ্র দেশবাসী ও আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি।

তবে এই দোয়া মাহফিল ঘিরে নতুন দল তৈরিসহ নানা গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সেরকম কোনো কিছুই লক্ষ্য করা যায়নি। এমনকি বিএনপির অনেক নেতা এ আয়োজনে অংশ নিচ্ছেন শোনা গেলেও মিলাদ মাহফিলে বিএনপির কোনো নেতার উপস্থিতি ছিলো না।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।