ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতির দুর্নাম ঘুচিয়ে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এনেছেন শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
দুর্নীতির দুর্নাম ঘুচিয়ে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এনেছেন শেখ হাসিনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নের দুর্নাম ঘুচিয়ে এখন চ্যাম্পিয়নস অব দি আর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন।

সে অনুসারে দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
আগামি ১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
 
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে সভায় ওমর ফারুক চৌধুরী আরো বলেন, একাত্তরের বুদ্ধিজীবী হত্যার সঙ্গে বর্তমানে তরুণ বুদ্ধিজীবী হত্যার লক্ষ্য ও উদ্দেশ্য একই সূত্রে গাথা। উদ্দেশ্য একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করা। বর্তমানে তরুণ ব্লগারদের বলা হচ্ছে নাস্তিক, মুরতাদ। এ বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
 
মুজাহিদ, সাকা চৌধুরীসহ যুদ্ধাপরীধের বিচারের রায় ঘোষণার পর থেকেই এসব হত্যাকাণ্ড শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

আগামী ১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য যুবলীগ নেতাকর্মীসহ বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
 
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
 
সভায় বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, মোহাম্মদ আলী খোকন, আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, দফতর সম্পাদক আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ সভায় বক্তব্য দেন।
 
সভায় বগুড়া জেলা যুবলীগ, সকল উপজেলা, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটির নেতারা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।