দিনাজপুর: দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে দিনাজপুরে এককভাবে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
পৌর বিএনপির সভাপতি মো. সোলায়মান মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ এনে এরই মধ্যে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিনগত রাতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকারের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ অভিযোগের অনুলিপি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চলমান কাউন্সিল ও দল পুনর্গঠনে কেন্দ্রীয় কমিটির পাঠানো চিঠি অনুযায়ী দিনাজপুর পৌর বিএনপির কাউন্সিলের কার্যক্রম শুরু করেন স্থানীয় নেতারা।
প্রতি ওয়ার্ডে সভা-সমাবেশ করে বর্তমান কমিটির মাধ্যমে কেন্দ্রীয় আদলে খসড়া কমিটি গঠন করা হয়।
এরপর ওই খসড়া কমিটি ঠিক আছে কিনা তা যাচাইয়ের জন্য গত ১৯ সেপ্টেম্বর পৌর বিএনপির সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এজন্য সভায় ৩ সদস্যের একটি পর্যলোচনা ও সুপারিশ কমিটিও গঠন করা হয়।
গত ০৬ অক্টোবর সম্পাদকমণ্ডলীর সভায় দিনাজপুর পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের কমিটি অনুমোদন ও বাকি ৪ ওয়ার্ডের কমিটি আলোচনা করে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। এর দায়িত্ব দেওয়া হয় পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অন্য সদস্যদের না জানিয়ে পৌর বিএনপির সভাপতি মো. সোলায়মান মোল্লা একাই নিজের মতো করে ১২টি ওয়ার্ডের কমিটি অনুমোদন করেন।
এতে দিনাজপুর পৌর বিএনপির সম্পাদকমণ্ডলী ও ওযার্ডের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার বাংলানিউজকে বলেন, সোলায়মান মোল্লা পৌর এলাকার ১২টি ওয়ার্ডের কমিটি এককভাবে করায় স্থানীয় নেতাকর্মীরা চরম ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন।
‘তিনি কী উদ্দেশ্যে এ কমিটি করেছেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করায় তার উপযুক্ত শাস্তি দাবি করছি। ’
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী বলেন, ‘বিস্তারিত জানতে হলে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। ’
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ওএইচ/এমএ