ঢাকা: জনগণের আশু দাবি আদায়ে গণশক্তি গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের তৃতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক আদিত্য মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- সংগঠনের যশোর জেলার সমন্বয়ক হাবিবুর রহমান, ঢাকা মহানগরের সভাপতি ফারুক আহমেদ, প্রগতির পরিব্রাজক দলের (প্রপদ) সংগঠক ফেরদৌস জামান, ইউপিডিএফ’র সংগঠক মিঠুন চাকমা, শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের সংগঠক দুলাল আহমদ, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন ও জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।
আলোচনা সভায় বক্তারা গণশক্তি গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কেন্দ্রীয় কমিটির সদস্য শান্তনু সুমনের পরিচালনায় অনুষ্ঠানে গত কয়েক বছরে গণতান্ত্রিক আন্দোলনে মৃত্যুবরণকারীদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমঞ্চের বিভিন্ন এলাকার প্রতিনিধি, সম্মেলনের পর্যবেক্ষক, সদস্য ও বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
আরএম