গোপালগঞ্জ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ একযুগ পর উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
শুক্রবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া সভাপতিত্ব করেন।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক এমপি, কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, সিকদার নুর মোহাম্মদ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রবিউল আলম সিকদার প্রমুখ।
সম্মেলনের মুহাম্মদ ফারুক খান শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ২০২০ সালের আগেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সব নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনী ট্রেনে উঠতে পারেননি মন্তব্য করে বলেছেন, আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবেনা। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই সন্ত্রাসমুক্ত, যুদ্ধাপরাধীমুক্ত, দারিদ্রমুক্ত উন্নয়নশীল একটি ডিজিটাল বাংলাদেশ হবে।
এজন্য তিনি দলের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়াকে সভাপতি এবং রবিউল আলম সিকদারকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
সম্মেলন উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে সম্মেলন স্থলে হাজির হয়।
পুরো মুকসুদপুর উপজেলা সদরকে সাজানো হয় নতুন রুপে। রঙিন ব্যানার, ফেন্টুনে সাজানো হয় উপজেলা সদরকে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএটি/এসএইচ