ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
পৌর নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার (০৭ নভেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।



তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।
মওদুদ আহমদ বলেন, পৌরসভা নির্বাচনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে, আশা করছি নেত্রী খুব শিগগিরই ফিরে আসবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
 
‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল (বিএনপি) হিসেবে অতীতে চার সিটি ও ঢাকার দুই সিটিতে অংশ নিয়েছি, দেখেছি সরকারের ব্যবহার, সেটা অব্যাহত থাকলে প্রতিহত করতে হবে। ’
 
তিনি বলেন, খুব সম্ভব আমরা নির্বাচনে যাবো। এটা ঠিক হবে খালেদা জিয়া ফিরে আসার পর। আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানাবো। বিএনপি চেয়ারপারসন খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান মওদুদ।

ক্ষমতাসীন সরকারের নেতারা বলছেন, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংলাপ করবে না- এ বিষয়ে মওদুদ বলেন, কে কী বললো সেটা যায় আসে না। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে।
 
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চেয়ারপারসনের অনুপস্থিতিতে নেতা-কর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
চেয়ারপারসনে অনুপস্থিতে কোনো প্রভাব পড়ছে কিনা- জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, উনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন। খুব শিগগিরই ফিরবেন। নেতা-কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্তার কোনো অভাব দেখিনি। আগে যে রকম ছিল, এখনও সে রকম আছে।
   
তিনি বলেন, এখন দেশে গণতন্ত্র নেই, রাজনীতিও নেই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। সুস্থ ও স্থিতিশীল রাষ্ট্র ফিরে পেতে চাই। যে গণতন্ত্রের চর্চা করেছি গত ২০ বছর।

পৌর নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নই আসে না।
 
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর সময় মওদুদ আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া আরও শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১৩১৪
এমআইএইস/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।