পাবনা: বিএনপির সঙ্গে সংলাপে বসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপে বসা মানে খুনিদের সঙ্গে হাত মেলোনো। তাই কোনো খুনি ও খুনের মদদদাতাদের সঙ্গে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সাহস থাকে ২০১৯ সালে নির্বাচনে আসুন লড়াই হবে।
শনিবার(৭ নভেম্বর) দুপুর দেড়টায় পাবনা সিভিল সার্জন অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে দেশের উন্নয়নের বড় বাধা বিএনপি নেত্রী খালেদা জিয়া। খালেদার চক্রান্ত শেষ হয় নাই। তিনি মুখে এক কথা বলছেন আর অন্তরে আরেকটা ষড়যন্ত্র আঁটছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সিটমহল বিনিময় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব সিটমহলে গেলে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা দেখে মনে হয় সবে মাত্র স্বাধীন হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশে জঙ্গিবাদ দমন, সমুদ্রসীমা জয়, সিটমহল বিনিময়, যুদ্ধাপরাধীদের বিচার সবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার জন্যই গ্রামের দরিদ্র মানুষ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। তরুণ চিকিৎসকরা এখন গ্রামে গিয়ে তাদের সেবা করছেন।
এর আগে মন্ত্রী ৫ কোটি টাকা ব্যয়ে পাবনা সিভিল সার্জন অফিসের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকেলে ভাঙ্গুড়ায় ৫০ শয্যা বিশিষ্ট নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য দেন।
স্বাস্থ্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় পাবনার সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন, পাবনা-আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজু ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক ও পাবনা জিলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/