ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় তার সহকর্মী জুয়েল (২৭) গুলিবিদ্ধ হয়েছেন।

তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে শহরের কাজীপাড়ায় হক ভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান লেনিন বাংলানিউজকে বলেন, রাত ১টার দিকে নিজের বাসার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মাহমুদুল হক। এ সময় পশ্চিম পাশের গলি থেকে কয়েক জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সঙ্গে থাকা  সহকর্মী জুয়েলের হাতে লাগে। এতে জুয়েল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল হক বলেন, কাজীপাড়ার একটি রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্য গুলি চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার পর মাহমুদুল হক ভূঁইয়া ফোন করে আমাকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।