ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে পালিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে পালিয়েছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে পালিয়েছেন। সেখানে বসে তিনি ও তারেক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা শহরের শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ও তার ছেলে দেশে বহু অপকর্ম করেছেন। এতিমের টাকা মেরে খাওয়াসহ একাধিক মামলায় তাদের সাজা হবে। এ ভয়ে তারা আর দেশে ফিরবেন না।

সেলিম বলেন, খালেদা জিয়ার নির্দেশে দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। দেশে এসব অরাজক পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আর কোনো শক্তি এ দেশে থাকতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলি সিকদার চুন্নু, সাধারণ সম্পাদক বিএম হাসান কবির ছানু, এস এম নজরুল ইসলাম।

পরে কাজী লিয়াকত আলি লিকুকে সভাপতি ও রফিকুল ইসলাম মিটুকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগ এবং হাসমত আলী সিকদার চুন্নুকে সভাপতি ও এস এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শহর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।