ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদা দেশে ফিরবেন কী না? প্রশ্ন জনগণের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
‘খালেদা দেশে ফিরবেন কী না? প্রশ্ন জনগণের’ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।



সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের উদ্যোগে, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদ’শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলায় বিচার কাজ দ্রুত শেষ হচ্ছে। বিষয়টি  খালেদা জিয়া উপলদ্ধি করতে পেরেছেন। আর তিনি এ কারণেই তার দেশে ফেরার তারিখ শুধু পরিবর্তন করছেন।

লন্ডনে বসে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন উল্লেখ করে তিনি বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরুদ্ধে ৭ম নৌবহর পাঠিয়ে ছিল, বেগম জিয়া এখন তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করতে চান।
 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানো হলে তা প্রতিরোধ করা হবে- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে ‘লুই কানের নকশা’ অনুযায়ী কাজ শুরু হলে শুধু জিয়ার কবর নয়, সংসদ ভবনের এলাকায় সকল কবরই সরানো হবে।

মেজর হাফিজকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের হুমকি দিয়ে সরকারের কাজে বাধাগ্রস্থ করতে পারবেন না। তা ছাড়া আন্দোলনের কোন সুযোগ নেই। আর আন্দোলন করার মত আপনাদের শক্তিও নেই।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এফবি/এইচআর/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।