ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২০১৯ সালের নির্বাচনে এলে জিম্বাবুয়ে দলের মতো হোয়াইটওয়াশ হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবোত্তর বিজয়া সম্মেলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ভয়ে অস্ট্রেলিয়া খেলতে আসেনি। জিম্বাবুয়ে সাহস করে খেলতে এসেছে। আর বাংলাদেশ দল হোয়াইটওয়াশ করে দিয়েছে। খালেদা জিয়াও হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ না নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন থেকে পালিয়ে যাচ্ছেন কেন? পালিয়ে যাওয়া কোনো রাজনীতি হতে পারে না। ’
নাসিম বলেন, ‘কেন দেশ থেকে পালিয়ে লন্ডনে যান? চক্রান্ত করেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা বিশ্বাস করি সামনে থেকে লড়াই করতে হবে, পেছন থেকে নয়। ’
খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে নাসিম বলেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসুন। মাঠে লড়াই হোক। আপনারা যদি আসেন, মাঠে যদি লড়াই হয়, তাহলে আপনাদের যে ব্যর্থতা তাতে আপনার অবস্থা জিম্বাবুয়ের মতো হবে। ’
নাসিম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো অপশক্তি চক্রান্ত করে, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে কিছু করতে পারবে না। কোনো অশুভ শক্তিকে বরদাশত করা হবে না, তাদের ক্ষমাও করা হবে না। ’
দেশে অসুরের অভাব নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত করতে অসুরের শক্তি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপিত হয়েছে। ’
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে নাসিম বলেন, ‘সরকার ও ১৪ দল আপনাদের সঙ্গে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের জন্য একটা বিশেষ সেল গঠন করেছি। কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। ’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের পত্নী আরজুমান নাসিম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, মনোরঞ্জন শীল গোপাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরইউ/এইচএ/