ঢাকা: দলীয়ভাবে মনোনীত মন্ত্রী হলেও নিজেকে সার্বজনীন মন্ত্রী বলে দাবি করলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যদিও আমি দলীয়ভাবে মনোনীত মন্ত্রী, আমি মনে করি আমি কোন দলের মন্ত্রী নই, আমি সারাদেশের মন্ত্রী।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালমনাই অ্যাসোসিয়েশন এ পুনর্মিলনী এবং ‘সাধারণ সভা ও গুণীজন সম্মাননা’র আয়োজন করে।
জনগণ কথা নয় কাজ দেখতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা যত ভালো কথা বলছি সে তুলনায় ভালো কাজ করেছি না। দেশের মানুষ ভালো কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। তারা আর কথা শুনতে চায় না, কাজ দেখতে চায়।
মন্ত্রী আরো বলেন, দেশের রাজনীতিতে এখন দুইটি বিষয় খুব আশংকাজনক। একটি হচ্ছে লাগাম ছাড়া জিহ্বা আরেকটি হচ্ছে দায়িত্বজ্ঞানহীন রাজনীতি। এই দুটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বড় ধরণের দূর্যোগপূর্ণ অবস্থার দিকে ধাবিত হবো। রাজনীতিবিদরা নিয়ন্ত্রণহীন কথাবার্তা বলছে। কোন কথার কী ধরণের প্রতিক্রিয়া হতে পারে সে দিকে তাদের নজর নেই।
পুনর্মিলনী অনুষ্ঠানে টিএসসি এলাকা বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিভাগের চারজন সাবেক শিক্ষার্থীকে গুণীজন সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন হুমায়ুন কবির, সোহেল আহমেদ চৌধুরী, অধ্যাপক মো. মোহাব্বত খান ও সৈয়দ মমতাজ শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক চৌধুরী মোশতাক।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরআই