বাগেরহাট: বাগেরহাটে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত জাহাঙ্গীর শেখ (২২) নামে এক যুবক মারা গেছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাহাঙ্গীর শেখ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনি মল্লিকের একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ডেমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর শেখ মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সকালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। পরে আহত জাহাঙ্গীর শেখ নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তার মৃতদেহ বাগেরহাট আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এএটি/এসএইচ