ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একরাম হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
একরাম হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত হুমায়ুন কবির (৪০) ওই এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম বাংলানিউজকে জানান, একরাম হত্যার অন্যতম আসামি হুমায়ুন কবির এতোদিন পলাতক ছিলেন। বর্তমানে তিনি এলাকায় অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে একরামের মৃতদেহসহ তাকে বহনকারী মাইক্রোবাস আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় এর আগে গ্রেফতারকৃত ৪১ জন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।