জাতীয় সংসদ ভবন থেকে: দেশে যে পরিমাণ অর্থ রিজার্ভে রয়েছে তা দিয়ে নয়টি পদ্মাসেতু করা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রোববার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে ১৪৭ ধারায় প্রধানমন্ত্রীর উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করতেই পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। যেখানে টাকাই ছাড় হলো না, সেখানে দুর্নীতি হয়েছে বলে ধোঁয়া তোলা হলো। আজ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করার দু:সাহস দেখিয়েছে। এখন এমন নয়টি সেতু করার অর্থ আমাদের রিজার্ভে রয়েছে।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। তার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতিবাজ ছেলে আছে, সেই ছেলেকে নিয়ে তিনি বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছেন। বিদেশি নাগরিকদের হত্যা করে বিদেশিদের দিয়েই বলিয়েছেন, বাংলাদেশে আইএস আছে। কোথায় আইএস? আর যদি আইএস এমন ঘটনা ঘটিয়েই থাকে, তাহলে সেটা খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে।
বিএনপি’র আলোচনা প্রস্তাব প্রত্যাখান করে শেখ সেলিম বলেন, কার সঙ্গে আলোচনা? খুনীর সঙ্গে তো কোনো আলোচনা হয় না। জঙ্গীবাদের জন্য বাংলার মাটিতেই খালেদা জিয়ার বিচার হবে বলে এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএম/আরএইচ