ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মনিরুল ইসলাম (৪২), আগুনিয়াপাড়া গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম (৪০), হরিণাকুণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের এলাম মণ্ডলের ছেলে বাদশা মিয়া (৩৫), ঘোড়দা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আবু হাসেম (৩২), কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের তোয়াক্কেল হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৫২), তেঘরিহুদা গ্রামের মকবুল হোসেনের ছেলে আলতাফ হোসেন (৫০), কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাবদারপুর গ্রামের হাতেম আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), একই গ্রামের মফিজুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৬), কুশনাগ্রামের ইদু শেখের ছেলে মামুন (৫৫), কন্যানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিন হোসেন (৫০) ও মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের হাতেম আলীর ছেলে আশরাফুজ্জামান (৪২) ও জসিম উদ্দীন (৩২), বজরাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫) ও একই গ্রামের আব্দুল মুতালেবের ছেলে আনিছুর রহমান (৫৫) ও গোয়ালহুদা গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে আমিন আহমেদ (৪২)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জামায়াত নেতাকর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমজেড