ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় জাসদের কমিটি গঠন

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পঞ্চগড় জাসদের কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পঞ্চগড় জেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুলকে সভাপতি ও আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দলের গঠনতন্ত্র অনুযায়ী ৪৬ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটিও ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলের প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এর আগে দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।

স্থানীয় অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, জেলা জাসদের সম্পাদক আব্দুস সাত্তার, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।