ঢাকা: ১৯৭১ সালের গণহত্যা অস্বীকারের মধ্যদিয়ে পাকিস্তান সরকার আবারও বর্বরতার প্রমাণ দিলো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা মন্তব্য করেন।
তারা বলেন, পাকিস্তান সরকার জানে না অপরাধ করে অস্বীকার করলেই ইতিহাসের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। তাদের জানা থাকা উচিত সে সময় শুধু বাংলাদেশ নয়- সারাবিশ্বের বিভিন্ন দেশের অধিকাংশ সরকার-জনগণ ও লেখক, শিল্পী, সাহিত্যিক পাকিস্তানের বর্বর চরিত্রের চিত্র তুলে ধরেছে এবং প্রতিবাদ করেছে।
‘জাতিসংঘ, আইএলও থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও পাকিস্তানের ওপর নিন্দা জ্ঞাপন করেছে’।
বিবৃতিতে নেতারা পাকিস্তানকে এমন মিথ্যাচার পরিহার করে সত্যকে স্বীকারের মধ্য দিয়ে বাঙালি জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আইএ