ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরুপা ও দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নিরুপা ও দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে সমাবেশ ছবি : সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।



তারা বলেন, ২৯ নভেম্বর খাগড়াছড়িতে সমাবেশে হামলা এবং নিরুপা চাকমা ও দ্বিতীয়া চাকমাকে আটক প্রমাণ করে যে, পার্বত্য চট্টগ্রামবাসীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে।

এ সময় দুই নেত্রীকে নিঃশর্ত মুক্তি ও তাদের নামে মামলা এবং খাগড়াছড়ি থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান নেতারা।  

মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সদস্য টৈকশিং মারমা, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জয়ন্ত দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
এমআইকে/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।