ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রলীগ কর্মীকে কোপালো ছাত্রলীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বগুড়ায় ছাত্রলীগ কর্মীকে কোপালো ছাত্রলীগ নেতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল দা দিয়ে কুপিয়ে কলেজ ছাত্রলীগ কর্মী শাকিলকে (১৭) গুরুতর আহত করেছেন।  

শনিবার (০৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।



পরে তাকে উদ্ধার করে শিক্ষার্থীরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করান।   আহত শাকিল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।  

নারী সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন ছাত্র জানিয়েছেন।
 
আহত ছাত্রলীগ কর্মী শহরের সেউজগাড়ী এলাকার সাইফুল ইসলামের ছেলে।
 
এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
 
বেলা সাড়ে ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন আহত শাকিলের ছবি তুলতে গেলে পরিবারের লোকজন নিষেধ করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবালের সঙ্গে একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রলীগ কর্মী শাকিলের নারী সংক্রান্ত বিরোধ চলছিলো।  
 
এই ঘটনার জের ধরে শুক্রবার (০৪ ডিসেম্বর) কোনো এক সময় ছাত্রলীগ কর্মী শাকিল দলবল নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আসিফকে রাস্তায় আটকায় এবং তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি দেয় শাকিল ও তার লোকজন।
 
এরই ধারাবাহিকতায় শনিবার (০৫ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা আসিফ তার দলবল নিয়ে কলেজ ক্যাম্পাসে শাকিলের ওপর হামলা চালায়। রাম-দা দিয়ে কুপিয়ে শাকিলকে গুরুতর আহত করে। পরে শাকিলের সহপার্ঠীরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করান।
 
শহরের ছিলিমপুর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিনউজকে জানান, শাকিলের দুই পা ও বাম হাতে কোপ দেওয়ায় তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
 
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বাংলানিউজকে জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে এসব সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এহেন অপকর্মের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তবে ছাত্রলীগের কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।