ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক

তালা (সাতক্ষীরা): জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেছেন, দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

যারা আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করতে চায় তাদের এ সমাজ থেকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আওতাধীন একটি প্রশিক্ষণ কেন্দ্রে ‘অতি-দরিদ্র মানুষের জন্য উন্নত কৃষিজ উৎপাদন এবং খাদ্য ভিত্তিক পুষ্টি’শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, এ দেশের তরুণরা আগামী দিনের শক্তি। তাদের মেধাকে কাজে লাগাতে পারলে সমাজ থেকে সব অনাচার অবিচার দূর হয়ে যাবে। এগিয়ে যাবে দেশ।

গ্রামের মানুষের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের ধিক্কার জানিয়েছে বলেও মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন-সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লূৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল হাসান, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর মাইক রনসন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।