ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বৈঠক শেষে তিনি বের হন।
বৈঠকের সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হতে পারে।
২০১২ সালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন পঙ্কজ শরণ। সম্প্রতি তাকে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসজেএ/আইএ
** খালেদার সঙ্গে পঙ্কজ শরণের বৈঠক চলছে
** খালেদার সঙ্গে পঙ্কজ শরণের সাক্ষাৎ বৃহস্পতিবার