নবাবগঞ্জ (ঢাকা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী যখন প্রতিটি সেক্টরে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছেন; সে মুহূর্তে একটি মহল ষড়যন্ত্রের বীজ বপণে মরিয়া হয়ে উঠেছে।
বোরবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার দোহার পৌরসভার বটিয়া এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। কোনো ষড়যন্ত্রই উন্নয়ন রুখে দিতে পারবে না।
মন্ত্রী বলেন, জনকল্যাণে ফায়ার সার্ভিস স্টেশনের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের আমলে সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে।
এ সময় তিনি ফায়ার সার্ভিসের জন্য একটি করে অ্যাম্বুলেন্স বরাদ্দের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম সচিব আতাউল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল করিম ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা নিপা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, আনার কলি পুতুল, জাতীয় পার্টির নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, ডা. আলাউদ্দিন আল আজাদ, আব্দুল আলীম, আসাদুজ্জামান চৌধুরী রানা, শিল্পী ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর