রাজশাহী: ‘র্যাব পরিচয়ে’ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চার দিনেও কোনো হদিস মেলেনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগের।
এ ঘটনায় সোহাগের বাবা মো. আক্কাসউজ্জামান বাদী হয়ে রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানায় অজ্ঞাত পরিচয়ে ৬/৭ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-পুলিশকে মৌখিকভাবে জানিয়ে কোনো কাজ না হওয়ায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে, বলেন আক্কাসউজ্জামান।
তিনি জানান, চার দিন পার হয়ে গেলেও সন্তানকে না পেয়ে তিনিসহ তার পরিবারের সবাই পাগলপ্রায়। র্যাব-পুলিশকে জানানো হয়েছে ঘটনার পরদিনই। কিন্তু কোনো হদিসই মিলছে না। কি করবেন কিছুই বুঝতে পারছেন না।
শনিবার একটি অপরিচিতি নম্বর থেকে ফোন দিয়ে ওর (সোহাগের) শ্বশুরের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু পরে সেই নম্বরেও আর কল যাচ্ছে না। তাই পরিবারের সবাই পরামর্শ করে রোববার সন্ধ্যায় অপহরণ মামলা দায়ের করেছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানকে। এছাড়া সোহাগকে উদ্ধারে ঘটনার পর থেকেই পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে বুধবার (০৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ‘র্যাব পরিচয়ে’ ১০/১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া এলাকার বাসা থেকে সোহাগকে তুলে নিয়ে যায়।
এসময় তার সঙ্গে একটি ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ ও বেশ কিছু মেমোরিকার্ড নিয়ে যাওয়া হয়।
সোহাগ রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/এটি