ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুদ্ধাপরাধী জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে

ইসমাইল হোসেন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
যুদ্ধাপরাধী জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে মাহবুব উল আলম হানিফ / ফাইল ফটো

ঢাকা: একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হানিফ বলেন, এবারের বুদ্ধিজীবী দিবস জাতির কাছে গুরুত্বপূর্ণ। জাতিকে মেধাশূন্য করতে যারা পাকিস্তানিদের দোসর হয়ে সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই শীর্ষ যুদ্ধাপরাধী মুজাহিদের (আলী আহসান মোহাম্মদ মুজাহিদ) বিচার হয়েছে, রায়ও কার্যকর করা হয়েছে। জাতি আজ কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এমইউএম/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।