ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ আ’লীগ নেতাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ আ’লীগ নেতাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সংবর্ধনা দিয়েছে শাঁখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক এনামুল হক রুমি।

মমতাজ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছে, আবাসন ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, ইয়াকুব আলী সরদার, আবু বাসার মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল, আনছার আলী মোল্ল্যা, দৌলতজামান দুদু, মরহুম জুলফিকার রহমান (লেবু মাস্টার), মরহুম শহিদুল হক দুদু, মরহুম আলতাব আলী, আব্দুস সামাদ শাহ, আনছার আলী, বজলুর রহমান, মরহুম শহিদুল হক খাতের, নুরুল আমিন ফুল মিয়া, একরাম আলী, অ্যাডভোকেট শাহজাহান আলী খাঁনকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।