ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার মাজারে খালেদার পুষ্পার্ঘ্য

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জিয়ার মাজারে খালেদার পুষ্পার্ঘ্য ছবি: ফাইল ফটো

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বেলা ১২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।



এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ. যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুর কবির খোকনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরপর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।